কবিতাঃ"স্বার্থপর"



"স্বার্থপর"

আশিকুর রাহমান ইমাদ


যে শুধু উপলব্ধি করে,
নিজের স্বার্থ।
সে অজান্তেই নিজের ক্ষতি করে।
সমাজে তার বসবাসটা হয়না যথার্থ।

আশরাফুল মাখলুকাত মানুষ।
আজ তারা স্বার্থের গন্ধে বেহুশ।
অন্যকে গভীর গর্তে ফেলে।
নিজের স্বার্থ হাসিল করে নানা ছলে।

আজ সমাজে স্বার্থপররাই হয় গন্য।
স্বার্থহীন মানুষের সংখ্যা নগন্য।

আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে।
স্বার্থপরতার গন্ধে।
ডুবে আছে সিংহভাগ মানুষ।
স্বার্থপরতার গভীর সমুদ্রে।

স্বার্থপর আর পশুর মাঝে,
নেইতো কোন ভেদাভেদ।
দুই টাই বুঝে নিজের স্বার্থ,
তাই তারা একই জাতিভেদ।

জুড়ীর সময়/ডেস্ক